টাইমস নারায়ণগঞ্জ: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গোগনগর ইউনিয়নের ৪,৫,৬ ও ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (১৬ই ডিসেম্বর) সন্ধ্যায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে গোগনগর ইউনিয়ন বিএনপি নেতা হাজী মোহাম্মদ ইয়ার হোসেন মোল্লা সভাপতিত্বে ও সদর থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আক্তার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন বলেন, ১৯৮৪ সাল থেকে আমি রাজনীতির সাথে জড়িত। আমরা ফ্যাসিবাদী সরকারের আমলে মহান বিজয় পালন করতে পারিনি। আমাদেরকে অযথা হামলা মামলা দেয়া হয়েছে। আমরা বাসায় ঠিক মতন থাকতে পারিনি। সেখান থেকেও আমাদেরকে তুলে নেয়া হয়েছে ফ্যাসিবাদী সরকারের পেটুয়া বাহিনী দিয়ে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আমরা সারা দেশে সর্বসাধারণকে নিয়ে এবার বিজয় উল্লাস করেছি। আপনারা জানেন জনসাধারণের কথা চিন্তা করে জনসাধারণের দাবি আদায়ের লক্ষ্যে আমাদের আগামীর প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে এগিয়ে যেতে হবে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর্বসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আফতাব উদ্দিনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো:কবির শিকদার, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো:আমির হোসেন, গোগনগর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো:রহমতউল্লাহ ফকির, নারায়ণগঞ্জ সদর থানা জাসাসের সহ-সাধারণ সম্পাদক মোক্তার হোসেন খান, গোগনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল হোসেন বেপারী, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ শিকদার, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম সরদার, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো:ফয়েজ আহমেদ কালাই প্রমূখ।