টাইমস নারায়ণগঞ্জ: শুধু মাত্র, একটি রাজনৈতিক কর্মসূচি পালনে সংগঠনকে মজবুত করবো, বিষয়টি তা নয় আমাদের চিন্তা ধ্যান ধারনা ও অর্থনৈতিক ও শ্রমনীতি সবকিছুই হবে আল্লাহর সন্তুষ্টুি অর্জনের জন্য।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা আবদুল জব্বার । তিনি আরো বলেন যারাই গাজীপুর, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ বিসিক, নরসিংদী, চট্রগ্রাম সহ আজকে দেশবিরোধী যে চক্রান্ত করছে তাদের বিরুদ্ধেও শক্তহাতে কঠিন ভাবে হস্তক্ষেপ করতে হবে। হুশিয়ারী দিয়ে বলেন আল্লাহর গোলাম’রা আল্লাহ ছাড়া কাউকেই ভয় পায়না। সে যত বড়ই তাগুদি শক্তি হউক না কেন। আমরা মনে করি আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর হুকুমত কায়েম হলেই সমাজে আর অন্যায় অবিচার থাকবেনা।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি হাফেজ আবদুল মোমিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা মো হাফিজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা দক্ষিণ অঞ্চল সহকারী পরিচালক এস এম শাহজাহান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা দক্ষিণ অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মো রিদওয়ানুল আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান প্রমূখ।