বিএনপির তিন সংগঠনের ঢাকা টু আগরতলা লংমার্চ আজ

ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে আজ বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা থেকে আগরতলা অভিমুখে লংমার্চ করবে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বুধবার সকাল ৮টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে লংমার্চটি শুরু হবে বলে তিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। এরপর লংমার্চটি পল্টন-ফকিরাপুল-মতিঝিল-ইত্তেফাফ মোড় হয়ে ফ্লাইওভার-সাইনবোর্ড হয়ে চিটাগাং রোডে পৌঁছবে। তারপর কাঁচপুর মোড়-তারাবো-বরফা-ভুলতা গাউছিয়া-চনপাড়া হয়ে নরসিংদীর মাধবধিতে পৌঁছাবে লংমার্চটি।

পরে সেখান থেকে পাঁচদোনা-সাহেপ্রতাব ভেলানগর-ইটাখোলা-মরজাল-বারুইচা হয়ে লংমার্চটি ভৈরবে পৌঁছবে। এরপর ভৈরবে পথসভা করে লংমার্চটি আখাউরা স্থলবন্দর অভিমুখে রওনা দেবে বলে জানানো হয়।

প্রসঙ্গত, গত সোমবার (৯ ডিসেম্বর) এই লংমার্চ কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। এর আগে, রোববার এই তিন সংগঠন রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা কর্মসূচি পালন করে। পরে রামপুরা ব্রিজের কাছে পদযাত্রাটি পুলিশ আটকে দেয়। এরপর তিন সংগঠনের নেতারা হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন।

ট্যাগ:

সারাদেশে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ এবং বিচারের দাবীতে ওলামা মাশায়েখদের সংবাদ সম্মেলন

বিএনপির তিন সংগঠনের ঢাকা টু আগরতলা লংমার্চ আজ

প্রকাশঃ 03:47:24 am, Wednesday, 11 December 2024

ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে আজ বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা থেকে আগরতলা অভিমুখে লংমার্চ করবে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বুধবার সকাল ৮টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে লংমার্চটি শুরু হবে বলে তিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। এরপর লংমার্চটি পল্টন-ফকিরাপুল-মতিঝিল-ইত্তেফাফ মোড় হয়ে ফ্লাইওভার-সাইনবোর্ড হয়ে চিটাগাং রোডে পৌঁছবে। তারপর কাঁচপুর মোড়-তারাবো-বরফা-ভুলতা গাউছিয়া-চনপাড়া হয়ে নরসিংদীর মাধবধিতে পৌঁছাবে লংমার্চটি।

পরে সেখান থেকে পাঁচদোনা-সাহেপ্রতাব ভেলানগর-ইটাখোলা-মরজাল-বারুইচা হয়ে লংমার্চটি ভৈরবে পৌঁছবে। এরপর ভৈরবে পথসভা করে লংমার্চটি আখাউরা স্থলবন্দর অভিমুখে রওনা দেবে বলে জানানো হয়।

প্রসঙ্গত, গত সোমবার (৯ ডিসেম্বর) এই লংমার্চ কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। এর আগে, রোববার এই তিন সংগঠন রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা কর্মসূচি পালন করে। পরে রামপুরা ব্রিজের কাছে পদযাত্রাটি পুলিশ আটকে দেয়। এরপর তিন সংগঠনের নেতারা হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন।