মিয়ানমারের আলোচিত মংডু শহর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ফলে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ২৭১ কিলোমিটার অঞ্চলের পুরোটাই এবার দখলে নিলো বিদ্রোহীরা। সোমবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
ইরাবতিসহ মিয়ানমারের বিভিন্ন গণমাধ্যম জানায়, গেল কয়েক মাস ধরেই মংডুর নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মাঝে ব্যাপক লড়াই চলে আসছিলো।
স্থানীয় সময় রোববার, সামরিক বাহিনীর সবচেয়ে বড় ব্যাটেলিয়নের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় বিদ্রোহীরা। এক পর্যায়ে ঘাঁটি ছেড়ে পালিয়ে যায় অনেক সেনা সদস্য। এ সময় গ্রেফতার করা হয় ব্যাটেলিয়ান কমান্ডার’সহ বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তাকে।
আরাকান আর্মি জানায়, জান্তা বাহিনীর পাশাপাশি সেনা সমর্থিত বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করেও চালানো হয় হামলা। মংডুর পাশাপাশি বাংলাদেশ সীমান্তবর্তী বুথিডং এবং পালেতাওয়ার এলাকার নিয়ন্ত্রণও এখন বিদ্রোহীদের হাতে।