নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
রোববার (৬ ডিসেম্বর) দিনগত রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের সোনারগাঁও রিজোর্ট সিটির প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে। অনেকেই হামলায় আহত।
কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক কাজী ওয়াহিদ মোরশেদ জানান, প্রাথমিকভাবে এটি ছিনতাইকারীদের কাজ বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে এ ব্যাপারে জানা যাবে। এটি আসলে হামলা নাকি ছিনতাই।