সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে চাকরির জন্য অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় নারী দালালসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ভোমরা লক্ষীদাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—সাতক্ষীরার শ্যামনগর থানার সোনাখালী এলাকার অন্নদা মণ্ডলের ছেলে তরুন কান্তি মন্ডল (৩২) ও নারী দালাল ভারতের বসিরহাট থানার ঘোজাডাঙ্গা গ্রামের উত্তম মল্লিকের মেয়ে শ্রীমতি কল্যাণী সরকার (২৫)।