বন্দর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জয়ন্ত বিশ্বাস (৩৪) নামে এক যুবকের জননাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে এ ঘটনা আহতের ছোট ভাই শান্ত বিশ্বাস বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করে৷
এর আগে গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বন্দর উপজেলার বেঁজেরগাও এলাকায় এ ঘটনাটি ঘটে৷
অভিযুক্তরা হলো, বেঁজেরগাও এলাকার জাকারিয়া মিয়ার ছেলে সিফাত উল্লাহ, হোসাইন, একই এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে হালিম, তার স্ত্রী সামসুন নাহার মৃত আসন আলী সরকারের ছেলে হাসিবুল্লাহ, তার স্ত্রী রাজিয়া বেগম ও সুজন মিয়ার স্ত্রী ছনিয়া বেগম।
মামলার সূত্রে জানা যায়, বাদী শান্ত বিশ্বাসদের সাথে একই এলাকার সিফাত উল্লাহ ও হোসাইনদের দীর্ঘদিন ধরে বাড়িা জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একটি আদালতে দেওয়ানী মামলা চলমান রয়েছে। এ জের ধরে তারা বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দামকি দিয়ে আসছিল। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তারাসহ অভিযুক্তরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ শান্ত বিশ্বাসের বাড়িতে আসে এবং অকথ্য ভাষায় গালাগালি করে। এতে প্রতিবাদ করলে সিফাত উল্লাহ ভুক্তভোগী জয়ন্ত বিশ্বাসকে মারধর ও তার জননাঙ্গ কর্তন করে। জয়ন্তের চিৎকারে তার চাচাত ভাই সজল বিশ্বাস ও হৃদয় বিশ্বাস এগিয়ে আসলেঅভিযুক্তরা তাদেরও মারধর করে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শহিদুল ইসলাম জানান, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।