আইনজীবী হত্যার প্রতিবাদে আইন কলেজে সমাবেশ

আইনজীবীদের পেশাগত সুরক্ষা আইন প্রণয়ন ও চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সমাবেশ করেছে নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

এই সময় প্রধান অতিথি নারায়ণগঞ্জ আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ভূঁইয়া বলেন, ‘আমাদের দেশের বিরুদ্ধে যারা বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করছে, আমরা তাদের বিচার চাই। এবং যারা সাইফুল ইসলাম আলিফে হত্যা করেছে তাদেরকে ফাঁসি দিতে হবে। সাইফুল ইসলাম আলিফের পরিবার যেন সুষ্ঠু বিচার পায়।

এ সময় আরও বক্তব্য রাখেন আইন কলেজের প্রভাষক রাসেল প্রধান, আবু রায়হান, সালাউদ্দিন ভুইঁয়া, শিক্ষার্থী ফারহানা মানিক মুনা প্রমুখ।

বক্তারা বলেন, ‘আদালত পাড়ায় একজন আইনজীবীকে কুপিয়ে হত্যার ঘটনার এতদিন পেরিয়ে যাবার পরেও হত্যাকারীদেরকে চিহ্নিত করা যায় নাই। এইযে একজন আইনজীবীকে আদালতপাড়ায় বা আদালতের পাশে এসে হত্যা করে গেলো, কতটুকু অনিরাপত্তায় থাকলে এই ঘটনাগুলো ঘটে? আইনজীবীরা একটা রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করেন। তাদের জন্য আলাদা করে সুরক্ষা আইনের দাবি জানাই। আইনজীবীদের জন্য নতুন করে সুরক্ষিত আইন প্রনয়ণ করতে হবে, এবং প্রত্যেক আইনজীবীদেরকে আইনজীবীর সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

ট্যাগ:

সারাদেশে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ এবং বিচারের দাবীতে ওলামা মাশায়েখদের সংবাদ সম্মেলন

আইনজীবী হত্যার প্রতিবাদে আইন কলেজে সমাবেশ

প্রকাশঃ 06:53:27 pm, Tuesday, 3 December 2024

আইনজীবীদের পেশাগত সুরক্ষা আইন প্রণয়ন ও চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সমাবেশ করেছে নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

এই সময় প্রধান অতিথি নারায়ণগঞ্জ আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ভূঁইয়া বলেন, ‘আমাদের দেশের বিরুদ্ধে যারা বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করছে, আমরা তাদের বিচার চাই। এবং যারা সাইফুল ইসলাম আলিফে হত্যা করেছে তাদেরকে ফাঁসি দিতে হবে। সাইফুল ইসলাম আলিফের পরিবার যেন সুষ্ঠু বিচার পায়।

এ সময় আরও বক্তব্য রাখেন আইন কলেজের প্রভাষক রাসেল প্রধান, আবু রায়হান, সালাউদ্দিন ভুইঁয়া, শিক্ষার্থী ফারহানা মানিক মুনা প্রমুখ।

বক্তারা বলেন, ‘আদালত পাড়ায় একজন আইনজীবীকে কুপিয়ে হত্যার ঘটনার এতদিন পেরিয়ে যাবার পরেও হত্যাকারীদেরকে চিহ্নিত করা যায় নাই। এইযে একজন আইনজীবীকে আদালতপাড়ায় বা আদালতের পাশে এসে হত্যা করে গেলো, কতটুকু অনিরাপত্তায় থাকলে এই ঘটনাগুলো ঘটে? আইনজীবীরা একটা রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করেন। তাদের জন্য আলাদা করে সুরক্ষা আইনের দাবি জানাই। আইনজীবীদের জন্য নতুন করে সুরক্ষিত আইন প্রনয়ণ করতে হবে, এবং প্রত্যেক আইনজীবীদেরকে আইনজীবীর সুরক্ষা নিশ্চিত করতে হবে।’