জাকেরের বীরোচিত ইনিংস, ২৮৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস তৃতীয় দিন শেষে বাংলাদেশকে ২৭৫ রানের মধ্যে আটকে রাখার লক্ষ্য জানিয়েছিলেন। সেই সীমা জাকের আলি অনিকের ৯১ রানের দুর্দান্ত ব্যাটিংয়ে পেরিয়েছে বাংলাদেশ। কেবল তাই নয়, জ্যামাইকার কিংস্টন ওভালে যে রানের ধারেকাছে যাওয়ারও রেকর্ড নেই, সেটাই স্কোরবোর্ডে তুলেছে সফরকারীরা। ফলে ইতিহাস গড়েই জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে। তাদের সামনে লক্ষ্যটা ২৮৭ রানের।

সিরিজ বাঁচানোর লক্ষ্যে শেষ টেস্টে বোলারদের কল্যাণে ম্যাচে ফেরে বাংলাদেশ। এরপর তৃতীয় দিন শেষে টাইগাররা ব্যাটিংয়ে নিজেদের সামর্থ্য দেখিয়েছে। ৫ উইকেটে ১৯৩ রানে দিন শেষ করা সফরকারী দলটি আজ তুলেছে ৭৫ রান। ২৬৮ রানের এই পুঁজির সঙ্গে প্রথম ইনিংসের ১৮ রানের লিড মিলিয়ে লক্ষ্যটা নিয়ে চ্যালেঞ্জিং অবস্থানে।

আগেরদিন ২৯ রানে অপরাজিত থাকা জাকের ব্যক্তিগত ইনিংসকে টেনে নিয়ে গেছেন ৯১ পর্যন্ত। দলের প্রয়োজনে যেমন তিনি দেখেশুনে রক্ষণাত্মক মনোভাব দেখিয়েছেন, তেমনি প্রয়োজনে চার-ছক্কায় সীমানাছাড়া করেছেন অনেকবার। ১০৬ বলের ইনিংসে ৮টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়েছেন ডানহাতি এই তরুণ ব্যাটার। শেষ উইকেটে তাকে শট খেলতেই হতো, আর সেই চেষ্টায় তিনি ক্যাচআউট হয়েছেন সীমানা দড়ির কাছে।

ট্যাগ:

জাকেরের বীরোচিত ইনিংস, ২৮৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

প্রকাশঃ 06:52:14 pm, Tuesday, 3 December 2024

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস তৃতীয় দিন শেষে বাংলাদেশকে ২৭৫ রানের মধ্যে আটকে রাখার লক্ষ্য জানিয়েছিলেন। সেই সীমা জাকের আলি অনিকের ৯১ রানের দুর্দান্ত ব্যাটিংয়ে পেরিয়েছে বাংলাদেশ। কেবল তাই নয়, জ্যামাইকার কিংস্টন ওভালে যে রানের ধারেকাছে যাওয়ারও রেকর্ড নেই, সেটাই স্কোরবোর্ডে তুলেছে সফরকারীরা। ফলে ইতিহাস গড়েই জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে। তাদের সামনে লক্ষ্যটা ২৮৭ রানের।

সিরিজ বাঁচানোর লক্ষ্যে শেষ টেস্টে বোলারদের কল্যাণে ম্যাচে ফেরে বাংলাদেশ। এরপর তৃতীয় দিন শেষে টাইগাররা ব্যাটিংয়ে নিজেদের সামর্থ্য দেখিয়েছে। ৫ উইকেটে ১৯৩ রানে দিন শেষ করা সফরকারী দলটি আজ তুলেছে ৭৫ রান। ২৬৮ রানের এই পুঁজির সঙ্গে প্রথম ইনিংসের ১৮ রানের লিড মিলিয়ে লক্ষ্যটা নিয়ে চ্যালেঞ্জিং অবস্থানে।

আগেরদিন ২৯ রানে অপরাজিত থাকা জাকের ব্যক্তিগত ইনিংসকে টেনে নিয়ে গেছেন ৯১ পর্যন্ত। দলের প্রয়োজনে যেমন তিনি দেখেশুনে রক্ষণাত্মক মনোভাব দেখিয়েছেন, তেমনি প্রয়োজনে চার-ছক্কায় সীমানাছাড়া করেছেন অনেকবার। ১০৬ বলের ইনিংসে ৮টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়েছেন ডানহাতি এই তরুণ ব্যাটার। শেষ উইকেটে তাকে শট খেলতেই হতো, আর সেই চেষ্টায় তিনি ক্যাচআউট হয়েছেন সীমানা দড়ির কাছে।