শুক্র. নভে ১৫, ২০২৪

শিক্ষার্থীদের নিয়ে ড্রওনিং প্রিভেনশন ডে উপলক্ষে আলোচনা সভা

ড্রওনিং প্রিভেনশন ডে উপলক্ষ্যে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়। 

বুধবার (২৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের পারস্পরিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অতিথিবৃন্দ সাঁতার শেখার উপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং এ অঞ্চলের আর কোনো শিশু, কিশোর-কিশোরী যেনো পানিতে ডুবে মারা না যায় সেদিকে অভিভাবক মন্ডলীসহ উপস্থিত সকলের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষন করেন। শতাধিক শিশু, কিশোর-কিশোরী ও অভিভাবক মন্ডলীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে প্রোগ্রামটি সম্পন্ন হয়।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবিক আল রাব্বি বলেন, আমাদের সর্তক থাকতে হবে। সাতার শিখার প্রবণতা কমেছে কারন বাড়িতে এখন টিউবওয়েল রয়েছে। আগে মানুষ নদীতে পুকুরে গোসল করতো বাড়ির বাচ্চারা সাতার শিখতো এখন সেটা নেই বললেই চলে। সাতার ফিটনেস ঠিক রাখে, ১দিন ৩০ মিনিট সাতার কাটলে মনে হয় সারাদিন আর কোন এক্সেসাইজ করা লাগবে না।

এ সময়ে আরো উপস্থিত ছিলো জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী, সহকারী পরিচালক তারেক হাসান মাহমুদ, সি এম ইউনিসেফ লতা দে , থানা প্রোগ্রাম ম্যানেজার মোঃ কবির হোসেন, পি এস মোঃ সানোয়ার হোসেন প্রমুখ।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *