শুক্র. নভে ১৫, ২০২৪

ফতুল্লায় পোশাক কারখানায় আগুনে পুঁড়ে গেছে ২ লাখ পিছ টি-শার্ট

ফতুল্লায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় অগ্নিকান্ড ঘটেছে। আগুনে পুঁড়ে গেছে রপ্তানির জন্য প্রস্তুতকৃত দুই লাখ পিছ তৈরি টি-শার্ট। যার ক্ষয়ক্ষতির পরিমান দুই কোটি টাকা বলে দাবি কারখানা কতৃপক্ষের। 

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় নূর গ্রীন কম্পোজিট নামে পোশাক কারখানার দুই তলা ভবনের নীচতলায় এই অগ্নিকান্ড ঘটে। 

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাকিব নূর জানান, সন্ধ্যা সাড়ে ছয়টায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনের খবর পেয়ে হাজীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে।তাদের দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

তিনি বলেন, ফ্যাক্টরির নিচ তলায় গোডাউনে রপ্তানির জন্য প্রায় চার লাখ পিস তৈরি টি-শার্ট, বিপুল পরিমান সূতা ও এক্সেসরিস মজুদ করা ছিল। আগুনে দুই লাখ পিছ টি-শার্ট সহ এক্সেসরিস ও আসবাবপত্র পু্ঁড়ে গেছে। এতে আমাদের দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক ফখর উদ্দিন আহমদ জানান, ফতুল্লার লামাপাড়া এলাকার একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকান্ড ঘটেছে। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ফলে আগুন বেশি ছড়াতে পারেনি। দেড় ঘন্টার চেষ্টায় রাত সাড়ে আটটায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।
 

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *