নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯৯ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রূপগঞ্জের মঠেরঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ীদের আটক করে র্যাব।
এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া অফিসার (এএসপি) সনদ বড়ুয়া।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মোঃ জাহিদ (২৭), মোঃ শাকিল (২১), মোঃ উজ্জ্বল মিয়া (২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে মাদকদ্রব্য সংগ্রহ করে থাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল তারা।
আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।