ফরিদপুরে মাইক্রোবাসের সাথে ট্রেনের ধাক্কা, নিহত নারায়ণগঞ্জের ৫

ফরিদপুরে মাইক্রোবাস আরোহী পাঁচ যাত্রী নিহত হয়েছে। নিহত যাত্রীরা নারায়ণগঞ্জের ভূঁইয়াপাড়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের মুন্সিবাজারের গেরদা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর আরও দুজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের ভূঁইয়াপাড়া এলাকার কালু ভূঁইয়ার নাতি সাঈদের স্ত্রী, সাঈদের চাচতো বোন, ভগ্নিপতিসহ ২ জন।

এর আগে সকালে একটি মাইক্রোবাসে করে ১০ থেকে ১১ জন যাত্রী রেলের লেভেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের পুকুরে পড়ে। এ সময় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। ওই লেভেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাকি বিল্লাহ বলেন, এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। কোতোয়ালি থানা আইনি ব্যবস্থা নিচ্ছে।

ট্যাগ:
জনপ্রিয় পোস্ট

রাসূলের দেখানো পদ্ধতিতে জীবন গড়ার অভ্যাস তৈরি করতে হবে- মাওলানা মঈনুউদ্দিন

ফরিদপুরে মাইক্রোবাসের সাথে ট্রেনের ধাক্কা, নিহত নারায়ণগঞ্জের ৫

প্রকাশঃ 12:10:25 pm, Tuesday, 7 January 2025

ফরিদপুরে মাইক্রোবাস আরোহী পাঁচ যাত্রী নিহত হয়েছে। নিহত যাত্রীরা নারায়ণগঞ্জের ভূঁইয়াপাড়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের মুন্সিবাজারের গেরদা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর আরও দুজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের ভূঁইয়াপাড়া এলাকার কালু ভূঁইয়ার নাতি সাঈদের স্ত্রী, সাঈদের চাচতো বোন, ভগ্নিপতিসহ ২ জন।

এর আগে সকালে একটি মাইক্রোবাসে করে ১০ থেকে ১১ জন যাত্রী রেলের লেভেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের পুকুরে পড়ে। এ সময় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। ওই লেভেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাকি বিল্লাহ বলেন, এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। কোতোয়ালি থানা আইনি ব্যবস্থা নিচ্ছে।