টাইমস নারায়ণগঞ্জ: সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ও বিএনপি নেতা জাকির খানের মুক্তির দাবিতে গোগনগর ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি নেতা মনির হোসেনের পক্ষে বিশাল মিছিল নিয়ে আদালত পাড়ায় যোগদেন স্থানীয়রা।
মঙ্গলবার (৭ই জানুয়ারী) সকালে জাকির খানের রায়কে কেন্দ্র করে আদালত পাড়ায় জড়ো হন তারা।
এরপর জাকির খান সহ সকল আসামীকে বেকসুর খালাস দেয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মমিনুল ইসলাম।
রায় ঘোষনার পরে আদালতে মিষ্টি বিতরন করে আইনজীবী ও নেতাকর্মীরা। এর আগে জাকির খানকে আদালত পাড়ায় আনা হলে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।