ত্বকী হত্যা: কুমুদিনীতে লাশের স্পট ও টর্চারসেলে আসামিকে নিয়ে অভিযান

নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যার ঘটনায় আসামির দেয়া জবানবন্দির ভিত্তিতে ত্বকী হত্যায় ব্যাবহৃত টর্চার সেল ও লাশের স্পটে আসামিকে নিয়ে অভিযান পরিচালনা করেছে র‍্যাব-১১।

বুধবার (১৮ সেপ্টেম্বর) কুমুদিনী ও কলেজ রোডের এলাকায় টর্চার সেলের অভিযুক্ত স্থানে অভিযান পরিচালনা করে র‍্যাব।

এসময় র‍্যাব ১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা বলেন, আপনারা জানেন ২০১৩ সালে ত্বকী হত্যাকান্ডের ঘটনা ঘটে। দীর্ঘদিন এই মামলার তদন্তভার র‍্যাবের হাতে রয়েছে। আমরা তদন্ত করছি। তদন্তের শুরুতে এর অগ্রগতি ছিল। মাঝখানে বেশ কয়েকদিন স্থবির থাকার পর মামলার তদন্ত আবারও শুরু হয়েছে।

তিনি আরও বলেন, র‍্যাব হেডকোয়ার্টারের সহায়তা আমরা পাচ্ছি। তারা আমাদের ব্যাটালিয়নকে সহায়তা করছে। সাম্প্রতিক সময়ে আমরা এ হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি ও জিজ্ঞাসাবাদে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সেই তথ্য অনুযায়ী আমরা আজকে এখানে এসেছি। তাকে যেখানে হত্যা করা হয় এবং যেখানে লাশ ফেলা হয় আমরা সেসকল জায়গা তদন্তের স্বার্থে ভিজিট করছি। আশা করছি আমরা খুব দ্রুত একটি তদন্ত রিপোর্ট জমা দিতে পারবো।

তিনি বলেন, যাকে আমরা নিয়ে এসেছি তিনি আটক আছেন এবং রিমান্ডে আছেন। তিনি আমাদের তথ্য দিয়ে সহায়তা করছেন। এখন পর্যন্ত আমরা যা জেনেছি তিনি এ ঘটনার সাথে সম্পৃক্ত। উইনার ফ্যাশনের (কলেজ রোড) বিল্ডিংটি এখন আর নেই। তবে সে সময়কার তথ্য রয়েছে। সেসময়কার অফিসাররা নেই। তবে আমরা স্থানীয়দের কাছ থেকে তথ্য নিচ্ছি। তার দেয়া তথ্যের সাথে স্থানীয়দের তথ্যের সাথে মিল পেয়েছি।

ট্যাগ:
জনপ্রিয় পোস্ট

ত্বকী হত্যা: কুমুদিনীতে লাশের স্পট ও টর্চারসেলে আসামিকে নিয়ে অভিযান

প্রকাশঃ 04:25:48 am, Thursday, 19 September 2024

নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যার ঘটনায় আসামির দেয়া জবানবন্দির ভিত্তিতে ত্বকী হত্যায় ব্যাবহৃত টর্চার সেল ও লাশের স্পটে আসামিকে নিয়ে অভিযান পরিচালনা করেছে র‍্যাব-১১।

বুধবার (১৮ সেপ্টেম্বর) কুমুদিনী ও কলেজ রোডের এলাকায় টর্চার সেলের অভিযুক্ত স্থানে অভিযান পরিচালনা করে র‍্যাব।

এসময় র‍্যাব ১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা বলেন, আপনারা জানেন ২০১৩ সালে ত্বকী হত্যাকান্ডের ঘটনা ঘটে। দীর্ঘদিন এই মামলার তদন্তভার র‍্যাবের হাতে রয়েছে। আমরা তদন্ত করছি। তদন্তের শুরুতে এর অগ্রগতি ছিল। মাঝখানে বেশ কয়েকদিন স্থবির থাকার পর মামলার তদন্ত আবারও শুরু হয়েছে।

তিনি আরও বলেন, র‍্যাব হেডকোয়ার্টারের সহায়তা আমরা পাচ্ছি। তারা আমাদের ব্যাটালিয়নকে সহায়তা করছে। সাম্প্রতিক সময়ে আমরা এ হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি ও জিজ্ঞাসাবাদে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সেই তথ্য অনুযায়ী আমরা আজকে এখানে এসেছি। তাকে যেখানে হত্যা করা হয় এবং যেখানে লাশ ফেলা হয় আমরা সেসকল জায়গা তদন্তের স্বার্থে ভিজিট করছি। আশা করছি আমরা খুব দ্রুত একটি তদন্ত রিপোর্ট জমা দিতে পারবো।

তিনি বলেন, যাকে আমরা নিয়ে এসেছি তিনি আটক আছেন এবং রিমান্ডে আছেন। তিনি আমাদের তথ্য দিয়ে সহায়তা করছেন। এখন পর্যন্ত আমরা যা জেনেছি তিনি এ ঘটনার সাথে সম্পৃক্ত। উইনার ফ্যাশনের (কলেজ রোড) বিল্ডিংটি এখন আর নেই। তবে সে সময়কার তথ্য রয়েছে। সেসময়কার অফিসাররা নেই। তবে আমরা স্থানীয়দের কাছ থেকে তথ্য নিচ্ছি। তার দেয়া তথ্যের সাথে স্থানীয়দের তথ্যের সাথে মিল পেয়েছি।