গাজী টায়ার কারখানায় নিখোঁজদের তালিকা করছে শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারের কারখানায় নিখোঁজ ১৬০ জনের তালিকা তৈরি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৮ শে আগস্ট) সকালে আগুন নিয়ন্ত্রণে আসার পর শিক্ষার্থীরা তালিকা কাজ শুরু করেন। 

আগুন লাগার খবর পেয়ে স্বজনদের খোঁজে কারখানার ফটকে ভিড় করে মানুষ। গতকাল সকালে আগুন নিয়ন্ত্রণে আসার পর তারা কারখানার ভেতরে প্রবেশ করে স্বজনদের খোঁজ করতে থাকেন। এর মধ্যে ভবনটি একপাশে হেলে ধসে পড়ার আশঙ্কা করে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

গাজী টায়ার কারখানার নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামান বলেন, আমরা পর্যাপ্ত পরিমাণে ফায়ার সার্ভিস ও সেনবাহিনীর সহায়তা পাইনি। দ্রুত সময়ের মধ্যে আগুন নেভাতে পারলে ক্ষয়ক্ষতির পাশাপাশি কারখানার মালামাল লুট হতো না। 

এর আগে গেল রোববার রাত সাড়ে ১০ টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় অবস্থিত গাজী টায়ারের কারখানায় আগুন লাগে। এর আগে স্থানীয়দের বিরুদ্ধে কারখানাটিতে লুটপাটের অভিযোগ ওঠে। এদিকে কারখানা পুড়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের দিন কাটছে অনাহারে।

ট্যাগ:
জনপ্রিয় পোস্ট

গাজী টায়ার কারখানায় নিখোঁজদের তালিকা করছে শিক্ষার্থীরা

প্রকাশঃ 12:26:44 pm, Wednesday, 28 August 2024

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারের কারখানায় নিখোঁজ ১৬০ জনের তালিকা তৈরি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৮ শে আগস্ট) সকালে আগুন নিয়ন্ত্রণে আসার পর শিক্ষার্থীরা তালিকা কাজ শুরু করেন। 

আগুন লাগার খবর পেয়ে স্বজনদের খোঁজে কারখানার ফটকে ভিড় করে মানুষ। গতকাল সকালে আগুন নিয়ন্ত্রণে আসার পর তারা কারখানার ভেতরে প্রবেশ করে স্বজনদের খোঁজ করতে থাকেন। এর মধ্যে ভবনটি একপাশে হেলে ধসে পড়ার আশঙ্কা করে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

গাজী টায়ার কারখানার নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামান বলেন, আমরা পর্যাপ্ত পরিমাণে ফায়ার সার্ভিস ও সেনবাহিনীর সহায়তা পাইনি। দ্রুত সময়ের মধ্যে আগুন নেভাতে পারলে ক্ষয়ক্ষতির পাশাপাশি কারখানার মালামাল লুট হতো না। 

এর আগে গেল রোববার রাত সাড়ে ১০ টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় অবস্থিত গাজী টায়ারের কারখানায় আগুন লাগে। এর আগে স্থানীয়দের বিরুদ্ধে কারখানাটিতে লুটপাটের অভিযোগ ওঠে। এদিকে কারখানা পুড়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের দিন কাটছে অনাহারে।