মুন্সীগঞ্জ সদর উপজেলার কৃতি সন্তান তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা, আর’জে ও সমাজ সেবক শেখ ফরিদ পলক এর জন্মদিন আজ। বিশেষ এ দিনে তাকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন মিডিয়া অঙ্গণের মানুষসহ তার অসংখ্য সমর্থক ও বিশিষ্টজনেরা।
২০১৮ সালে চ্যানেলে আই এর বিশেষ টেলিফিল্ম “সখিনার চন্দ্রকলা” এর মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন পলক। এর পর একে একে অসংখ্য চমকপ্রদ কাজ উপহার দিয়েছেন দর্শককে এবং ব্যাপক প্রশংসা ও কুরিয়েছেন তিনি।
পলক, অভিনয়ের পাশাপাশি আর’জে হিসেবে ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও “রেডিও বিক্রমপুর ৯৯.২ এফএম” এ আর’জে হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তিনি বর্তমানে নাটক, শর্ট ফিল্ম ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, তিনি অভিনয়ে বিশেষ অবদান রাখায় এস আর মাল্টিমিডিয়া মিডিয়া স্টার এ্যাওয়ার্ড এবং দর্শক জনপ্রিয়তায় শ্রেষ্ঠ আর’জে হিসেবে সম্মাননা অর্জন করেছেন।