রাতভর চেষ্টাতেও নিয়ন্ত্রণে আনা যায়নি গাজী টায়ার কারখানার আগুন

টানা ৭ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলছে নারায়ণগঞ্জের গাজী টায়ার্সের কারখানার আগুন। রোববার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে কারখানার পেছনের দিকের ৫ তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে একে একে ছুটে আসে আশেপাশে বিভিন্ন ফায়ার স্টেশনের ১১টি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে পারে নি ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতারের পর থেকে কারখানাটিতে গণহারে লুটপাট শুরু হয়। লুটপাটের মধ্যেই ঘটে এই আগুনের ঘটনা। ভেতরে অনেকে আটকা পড়েছেন বলেও অভিযোগ স্থানীয়দের।

কারখানার অবকাঠামো এবং টায়ার উৎপানের দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে বলে জানান দমকল কর্মীরা।

উল্লেখ্য, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন পর্যন্ত কিছুই ধারণা করা যাচ্ছে না। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ট্যাগ:
জনপ্রিয় পোস্ট

রাতভর চেষ্টাতেও নিয়ন্ত্রণে আনা যায়নি গাজী টায়ার কারখানার আগুন

প্রকাশঃ 02:27:01 am, Monday, 26 August 2024

টানা ৭ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলছে নারায়ণগঞ্জের গাজী টায়ার্সের কারখানার আগুন। রোববার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে কারখানার পেছনের দিকের ৫ তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে একে একে ছুটে আসে আশেপাশে বিভিন্ন ফায়ার স্টেশনের ১১টি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে পারে নি ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতারের পর থেকে কারখানাটিতে গণহারে লুটপাট শুরু হয়। লুটপাটের মধ্যেই ঘটে এই আগুনের ঘটনা। ভেতরে অনেকে আটকা পড়েছেন বলেও অভিযোগ স্থানীয়দের।

কারখানার অবকাঠামো এবং টায়ার উৎপানের দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে বলে জানান দমকল কর্মীরা।

উল্লেখ্য, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন পর্যন্ত কিছুই ধারণা করা যাচ্ছে না। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।