রবি. সেপ্টে ২২, ২০২৪

গোলাম দস্তগীরের ফাঁসি দাবিতে বিক্ষোভ, কুশপুতুল দাহ

সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ ও তার কুশপুতুল দাহ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। একই দাবিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আব্বাস উদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান, বিএনপি নেতা হাজী আব্দুল মতিন, আব্দুল জলিল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গোলাম দস্তগীর গাজী মন্ত্রী ও এমপি থাকাকালীন প্রভাব খাটিয়ে নিরীহ ও সাধারণ মানুষের জমিজমা দখল করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছেন। মিথ্যা মামলা দিয়ে অনেক মানুষকে জেল খাটিয়েছেন।

তারা আরও বলেন, গাজীর নির্দেশে চনপাড়ায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়াকে হত্যা করা হয়েছে। এসময় গোলাম দস্তগীর গাজীর ফাঁসি দাবি জানান বিক্ষুব্ধরা। একইসঙ্গে তার দোসরদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।

স্কুলছাত্র রোমান মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, গোলাম দস্তগীর গাজী, গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনের নামে মামলা করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) নিহতের খালা রিনা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি করেন। শনিবার (২৪ আগস্ট) দিনগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা আটক গোলাম দস্তগীর গাজীকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *