রবি. সেপ্টে ২২, ২০২৪

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবার মাঝে মহানগরী জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

দেশে শান্তি শৃঙ্খলা ও ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র নির্মাণে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-মাওলানা মইনুউদ্দিন আহমদ

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে শান্তনা দেবার ভাষা নেই, তবে যারা এই নিরপরাধ ছাত্রদের পাখির মতো নির্বিচারে গুলি করেছে তাদের বিচার এই দেশের জমিনেই হবে। দেশের সাধারন জনতার কাছে তারা কখনোই ক্ষমা পাবেনা, আল্লাহর কাছ থেকেও না। যারা দেশের প্রত্যেকটি সেক্টরে নৈরাজ্য চালিয়েছে তাদের বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্তা নিবে পাশাপাশি শহীদদের পরিবারদের যেন দায়িত্ব ভার গ্রহন করেন আহবান রইলো। তিনি আরো বলেন জামায়াতে ইসলামী একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েম করতে চায়। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। ২০ ই আগস্ট মঙ্গলবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আকরাম (৪২) ছাত্র আকাশ(১৬) ছাত্র পারভেজ হাওলাদার (২৫), শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সিদ্ধিরগঞ্জ থানা উত্তর শাখার আমীর মোস্তফা কামাল সহ জামায়াতের নেতৃবৃন্দ।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *