নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীকে অপসারণ করা হয়েছে। মেয়রের পরিবর্তে নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।
সোমবার (১৯ আগষ্ট) স্থানীয় সরকার মন্ত্রাণালয় এক বিজ্ঞপ্তিতে একথা জানায়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন এ এইচ এম কামরুজ্জামান (অতিরিক্ত সচিব)।
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তারা নগর পরিচালনা করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।