জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মহানগর ও জেলা জামায়াতে ইসলামির সাক্ষাত

নারায়নগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক ও পুলিশ সুপার রাসেলের সাথে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা জামায়াতে ইসলামির সৌজন্যে সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ই আগষ্ট) মহানগরী এবং জেলা জামায়াতে ইসলামির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় জেলার সার্বিক সহযোগিতার আশ্বাসদেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামির আমীর মাওলানা আব্দুল জব্বার।

এসময় নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সংকটময় মুহূর্তে কোথাও যাইনি। আমি দায়িত্বে অটল ছিলাম।কারণ আমরা রাষ্ট্রের বেতন খাই। চলমান পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন,কিছু করার আগে শেষ দেখা দরকার। টিকে থাকার ইচ্ছা থাকলে কেউ খারাপ হতে পারে না। আপনাদের এবং কোনো ইসলামিক দলের চাদাঁ বাজি এবং যবর দখলের বিন্দুমাত্র লেস পাইনি।এসময় জামায়াতে ইসলামীর জেলা,মহানগর, থানা এবং ছাত্র শিবির সহ সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা মইনুউদ্দিন আহমদ জেলা প্রশাসকের উদ্দেশ্যে বলেন, এই ক্লান্তিকালে আপনি ছিলেন,এজন্য নারায়ণগঞ্জ বাসী আপনাকে মনে রাখবে।

এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামির আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, মানুষ আসলে তার মনের কথা প্রশাসনকে বলতে চায়।আমরা চাই অন্যায় যে-ই করুক তার বিচার হওয়া উচিত। এখানে আপনারা দলমত নির্বিশেষে অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যান।অতীতে যাই হোক,আমাদের কোনো কর্মীও অন্যায় করে পাড় না পায়,সেই দিকে খেয়াল রাখবেন আমরা আপনাকে সর্বাত্বক সহযোগিতা করবো ইনশাআল্লাহ ।এছাড়া সাবেক মহানগরী আমীর পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, মরে গেলে পুলিশেরও বিচারের কাঠ গড়ায় দাড়াতে হবে।

সুতরাং অতীতের পুনরাবৃত্তি না করে আমরা ভবিষ্যতের সুন্দর একটি দেশ জনগনকে উপহার দিতে চাই। আপনারা এর সাক্ষী হয়ে থাকবেন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামির আমীর মাওলানা আবদুল জব্বার,
মহানগরী নায়েবে আমির আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন , মহানগরী কর্ম পরিষদের সদস্য মো জামাল হোসাইন জেলা জামায়াতে ইসলামির আমীর আলহাজ্ব মমিনুল হক, জেলা সেক্রেটারি জাকির হোসাইন, জেলা সমাজ কল্যাণ বিভাগের মো ইলিয়াস মোল্লা, আইনজীবী ফোরামের এড.মাইনউদ্দিন আহমেদ, এড. জাহাঙ্গীর দেওয়ান, এড. নিজাম উদ্দিন, এড আক্তার হোসাইন, এড. মনির হোসেন মোল্লা, এড. গোলাম মর্তুজা, এড. ওমর ফারুক, এড. সাইফুল ইসলাম সহ আরো অনেকে।

ট্যাগ:
জনপ্রিয় পোস্ট

ফেসবুকে থাকছে না আর ফ্যাক্ট চেকার

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মহানগর ও জেলা জামায়াতে ইসলামির সাক্ষাত

প্রকাশঃ 02:14:50 pm, Tuesday, 13 August 2024

নারায়নগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক ও পুলিশ সুপার রাসেলের সাথে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা জামায়াতে ইসলামির সৌজন্যে সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ই আগষ্ট) মহানগরী এবং জেলা জামায়াতে ইসলামির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় জেলার সার্বিক সহযোগিতার আশ্বাসদেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামির আমীর মাওলানা আব্দুল জব্বার।

এসময় নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সংকটময় মুহূর্তে কোথাও যাইনি। আমি দায়িত্বে অটল ছিলাম।কারণ আমরা রাষ্ট্রের বেতন খাই। চলমান পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন,কিছু করার আগে শেষ দেখা দরকার। টিকে থাকার ইচ্ছা থাকলে কেউ খারাপ হতে পারে না। আপনাদের এবং কোনো ইসলামিক দলের চাদাঁ বাজি এবং যবর দখলের বিন্দুমাত্র লেস পাইনি।এসময় জামায়াতে ইসলামীর জেলা,মহানগর, থানা এবং ছাত্র শিবির সহ সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা মইনুউদ্দিন আহমদ জেলা প্রশাসকের উদ্দেশ্যে বলেন, এই ক্লান্তিকালে আপনি ছিলেন,এজন্য নারায়ণগঞ্জ বাসী আপনাকে মনে রাখবে।

এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামির আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, মানুষ আসলে তার মনের কথা প্রশাসনকে বলতে চায়।আমরা চাই অন্যায় যে-ই করুক তার বিচার হওয়া উচিত। এখানে আপনারা দলমত নির্বিশেষে অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যান।অতীতে যাই হোক,আমাদের কোনো কর্মীও অন্যায় করে পাড় না পায়,সেই দিকে খেয়াল রাখবেন আমরা আপনাকে সর্বাত্বক সহযোগিতা করবো ইনশাআল্লাহ ।এছাড়া সাবেক মহানগরী আমীর পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, মরে গেলে পুলিশেরও বিচারের কাঠ গড়ায় দাড়াতে হবে।

সুতরাং অতীতের পুনরাবৃত্তি না করে আমরা ভবিষ্যতের সুন্দর একটি দেশ জনগনকে উপহার দিতে চাই। আপনারা এর সাক্ষী হয়ে থাকবেন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামির আমীর মাওলানা আবদুল জব্বার,
মহানগরী নায়েবে আমির আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন , মহানগরী কর্ম পরিষদের সদস্য মো জামাল হোসাইন জেলা জামায়াতে ইসলামির আমীর আলহাজ্ব মমিনুল হক, জেলা সেক্রেটারি জাকির হোসাইন, জেলা সমাজ কল্যাণ বিভাগের মো ইলিয়াস মোল্লা, আইনজীবী ফোরামের এড.মাইনউদ্দিন আহমেদ, এড. জাহাঙ্গীর দেওয়ান, এড. নিজাম উদ্দিন, এড আক্তার হোসাইন, এড. মনির হোসেন মোল্লা, এড. গোলাম মর্তুজা, এড. ওমর ফারুক, এড. সাইফুল ইসলাম সহ আরো অনেকে।