ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা হতে পারে আজ। প্রথম পর্যায়ে ১৫৩টি উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা হবে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশনের বৈঠকে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পাশাপাশি ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহারের বিষয়েও আলোচনা হবে।

সেইসঙ্গে ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনের সিদ্ধান্তও আসতে পারে আজ। নির্বাচন কমিশনের সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

সংশোধিত নির্বাচন বিধি ও আচরণবিধির বিষয়ে নির্বাচন কমিশন সূত্র জানায়, বিধিমালায় ২৫০ জন ভোটারের স্বাক্ষরের বিষয়টি উঠিয়ে দেওয়া হয়েছে। এতে প্রার্থীদের জন্য উপজেলা ভোট করতে সহজ হবে। স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য অনেক সময় ভোটাররা স্বাক্ষর দিতে চায় না। তাই অনেকে জাল স্বাক্ষর নেন। এ কারণে কমিশন এটি তুলে দিতে চেয়েছে। আগের মতো দলীয় প্রার্থী দিতে পারবে, নাও দিতে পারবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *