নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে তাঁকে ফুল দিয়ে বরণ করেন নারায়ণগঞ্জ জেলার সদস্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। এর পর সমস্ত কর্মপরিধি হস্তান্তর করে চোখের জলে সহকর্মীদের ভালোবাসায় শেষ কর্মস্থান ছাড়েন তিনি। বদলী জনিত কারনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক থেকে মাহমুদুল হককে বিআইডব্লিউটি’র পরিচালক পদে বদলী করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ড. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব-আল-রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ হাসান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মুহম্মদ শামীম কিবরিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাশফাকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন, প্রমুখ।
প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এর আগে তিনি রাজবাড়ী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।