বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচন উপলক্ষে ভোটারদের ধারে ধারে আলহাজ্ব বদিউজ্জামান বদু প্যানেল।
সোমবার ( ১৩ জানুয়ারী) সকালে নগরীর দেওভোগ মার্কেট সহ বিভিন্ন হোসিয়ারী দোকান মালিকদের দোকানে ভোট চাইতে বেড়িয়ে পরেন বদু প্যানেলের জেনারেল গ্রুপ ও এসোসিয়েট গ্রুপের সকল সদস্যবৃন্দ।
এসময়, বদু প্যানেলের পক্ষ থেকে সংক্ষিপ্ত এক বক্তব্য বলা হয়, আপনারা জানেন এবং দেখেছেন বিগত সময়ে হুসিয়ারী মালিক সমিতিদের ও ব্যবসায়ীদের কণ্ঠরোধ করা হয়েছিল। আজও আপনারা দেখছেন একজন লোক এই হুসিয়ারি সমিতির নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। আপনারা সবাই দেখে শুনে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন যাতে করে তারা আপনাদের পাশে দাঁড়াতে পারে এবং আপনাদের পক্ষ হয়ে কাজ করতে পারে তাদেরকে আপনারা নির্বাচিত করবেন। সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা নারায়ণগঞ্জবাসীকে দেখাতে চাই জনগণের ভোট কতটা মূল্যবান। আপনাদের মূল্যবান ভোট আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে দিয়ে নির্বাচিত করবেন।
এসময় উপস্থিত ছিলেন, জেনারেল গ্রুপে আলহাজ্ব বদিউজ্জামান বদু, আব্দুস সবুর খান সেন্টু, মনির হোসেন খান, মো.দুলাল মল্লিক, আতাউর রহমান, মো.মিজানুর রহমান, আলহাজ্ব মো.মনির হোসেন, হাজী মো.শাহীন, মো.আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো.মাসুদুর রহমান, মো.পারভেজ মল্লিক ও এসোসিয়েট গ্রুপে মনোনয়ন পত্র জমা দেন সাঈদ আহমেদ স্বপন, মো.নাসির শেখ, মো.বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ, নাসিম আহমেদ।
উল্লেখ্য, ১৮ জানুয়ারি প্রার্থীদের ক্রমিক নম্বরসহ তালিকা প্রকাশ করা হবে এবং ৩ ফেব্রয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবে ভোট গ্রহণ চলবে।