শুক্র. নভে ১৫, ২০২৪

ছাত্রলীগ নিষিদ্ধ: আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের আনন্দ মিছিল

নানা অপকর্মের দায়ে বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষনা করে অন্তবর্তীকালীন সরকার। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নারায়ণগঞ্জ আদালত পাড়ায় আইনজীবী ফোরামের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে আদালত পাড়ায় আওয়ামীপন্থী আইনজীবীদের হুশিয়ারী দিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জেলা আইনজীবী সমিতি ভবন, জেলা প্রশাসক কর্যালয়, পুলিশ সুপার কার্যালয় সহ পুরো আদালত চত্বরটি পদক্ষিন করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ছাত্র জনতার মিছিলে সরাসরি হত্যাযোগ্য চালিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগ ধর্ষনে এক্সপার্ট, চুরিতে এক্সপার্ট, হত্যাকান্ডেও এক্সপার্ট ছিল। তাই বর্তমান সরকার তাদের এ দেশ থেকে নিষিদ্ধ ঘোষনা করেছেন। আমরা এ সরকারকে বলতে চাই শুধু ছাত্র লীগ নয় আওয়ামী লীগকেও অচিরেই নিষিদ্ধ ঘোষনা করার দাবি জানাচ্ছি।

আইনজীবী ফোরামের সহ-সভাপতি আজিজুল হক হান্টুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন, সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার হোসেন, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড.জাকির, সিনিয়র আইনজীবী এড.বারী ভূইয়া, সিনিয়র আইনজীবী এড. জাকির হোসেন, এড.নজরুল ইসলাম মাসুম, এড.রাসেল প্রমূখ।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *