শুক্র. নভে ১৫, ২০২৪

নগরীর বাপ্পি সড়ক এলাকায় তুচ্ছ ঘটনায় আরাফাতকে মারধর


ষ্টাফ রিপোর্টার:
নগরীর বাপ্পি চত্তর এলাকায় গাড়ি পেছনে নেয়ার কথা বলায় গালাগাল ও খারাপ আচরন করার প্রতিবাদ করায় মরধর করার অভিযোগ পাওয়া গেছে খোকনগংদের বিরুদ্ধে। এ বিষয়ে উত্তর কাশিপুর এলাকার আলী হোসেনের স্ত্রী পিংকী সদর মডেল থানায় খোকনগংদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


লিখিত অভিযোগে পিংকী উল্লেখ করেন যে, শনিবার বিকেলে সে তার অসুস্থ ছেলে মো.আরাফাত হোসেনকে চিকিৎসা প্রদানের জন্য হাসপাতালে নেয়ার পথে বাপ্পি চত্তর এলাকায় একটু জ্যামে পড়লে তাদেও পেছনের গাড়িটি একটু পেছনে নেয়ার কথা বললে বাপ্পি চত্তর মুসলিমনগর এলাকার খোকন এবং তার ছেলে সানজিদ আমাদের সাথে খারাপ আচরণ শুরু করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। পরবর্তীতে উক্ত ড্রাইভার চলে যাওয়ার পর গাড়ি ঘুরানোর সময় ১নং বিবাদী কোন কারণ ছাড়াই আমাদের গালিগালাজ শুরু করে। আমি গাড়ি থেকে নেমে বিবাদীকে গালিগালাজ করতে নিষেধ করায় বিবাদী ক্ষিপ্ত হইয়া আমার স্বামীকে এলোপাথারী কিল ঘুষি মারতে থাকে। আমি আমার স্বামীকে বাচাতে গেলে ২নং বিবাদী আসিয়া আমাকে সহ আমার অসুস্থ ছেলেকে গাড়ি থেকে নামিয়ে এলোপাথারী কিল ঘুষি ও লাথি মারতে থাকে। মারধরের একপর্যয়ে ২নং বিবাদী লোহার পাইপ নিয়ে আমার অসুস্থ ছেলেকে এলোপাথারী মারধর করে আমার ছেলের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নিলা ফুলা জথম করে। বিবাদীদ্বয়ের মারধরে আমার ছেলে রাস্তায় লুটিয়ে পড়লে বিষাদীদ্বয় আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে লোহার পাইপ দিয়ে আঘাত করতে থাকে। আমি আমার ছেলেকে বাচানোর জন্য গেলে ২নং বিবাদী আমার গলা চেপে আমাকে হত্যার চেষ্টা করে। পরবর্তীতে আমাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে আমরা প্রাণে রক্ষা পাই। বিবাদীদ্বয় আশেপাশের লোকজনের সম্মুখে আমাদের প্রাণ নাশের হুমকি প্রদান করে। মারধরের সময় বিবাদীদ্বয় আমার গলায় ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরো উল্লেখ করেন যে, ২নং বিবাদী মুসলিম নগর এলাকার মাদক ব্যবসায়ী সুচি এর মেয়ের জামাই হয়। তাহার বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *