শুক্র. নভে ১৫, ২০২৪

সাতগ্রাম ইউনিয়ন পরিষদ ভবন পূর্বের স্থানে নির্মাণের জন্য ডিসি অফিসের সামনে মানববন্ধন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদের পূবের্র স্থানে নির্মাণ করার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

রোববার (২০অক্টবোর) দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় তারা বলেন, সাতগ্রাম ইউনিয়নটির নামকরণ সাতগ্রাম এলাকাকে কেন্দ্র করেই করা হয়েছিল। ইউনিয়ন পরিষদ অফিসটি প্রতিষ্ঠাকাল থেকে সাতগ্রামেই অবস্থিত ছিল।

একটা পর্যায় যাতায়াতের সুব্যবস্থা না থাকার কারণে পুরিন্দা বাজারে অস্থয়ী ইউনিয়ন পরিষদের কার্যালয় হিসাবে ব্যবহার করা হয়। বর্তমানে আমাদের গ্রামের যোগাযোগের সুব্যবস্থা হয়েছে। তাই আমাদের সাতগ্রামের ইউনিয়ন পরিষদের নিদিষ্ট স্থানে স্থায়ী কার্যালয় করার দাবি জানিয়ে আসছিলাম। এ বিষয় বিগত সরকার আমলে চেয়ারম্যান ও এমপি মহোদয়ের কাছে দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু পরবর্তীতে অজ্ঞাত কারণে স্থানান্তর করা হয়নি।

এসময় দাবি করে তারা আরো বলেন, সাতগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের পাশে সাত গ্রাম ইউনিয়ন পরিষদের জন্য আধুনিক একটি নতুন ভবন নির্মাণ করাসহ ওই স্থানেই ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালানোর দাবি জানাই।

এসময় তারা মানববন্ধন শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *