শুক্র. নভে ১৫, ২০২৪

মালয়েশিয়ায় আগুনে পুড়ে নিহত ৩ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন


তা‌নিয়া আক্তার মুন্সীগঞ্জ:
মালয়েশিয়ায় আগুনে পুড়ে নিহত ৩ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (২০অক্টোবর) সকাল ৮টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার রমজানবেগ এলাকায় বাড়ির পাশের উঠানে ৩ রেমিটেন্স যোদ্ধার জানাজায় মানুষের ঢল নামে। পরে রমজানবেগ দক্ষিণ পাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয় তাদের।

মালয়েশিয়ায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে দগ্ধ হয়ে একে একে মারা গেছেন ৩ প্রবাসী। ৩ জনই মুন্সীগঞ্জ শহরের রমজানবেগ এলাকার বাসিন্দা।

স্বজনের এমন করুণ মৃত্যুতে শোকের মাতম বইছে পরিবারগুলোতে।
গেল শুক্রবার মালয়েশিয়ার জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন ওই ৩ জন।

শুক্রবারই প্রাণ যায় রমজানবেগ গ্রামের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলীর (৪২)। পরদিন শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল কাশেমের ছেলে আবু তাহের (৩২) এর প‌রে মারা যান মহিউদ্দিনের ছেলে সালাম (২৪)।

৩ প্রবাসীর মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতের পরিবারের আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয়রা।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *