শুক্র. নভে ১৫, ২০২৪

নারায়ণগঞ্জে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

 নারায়ণগঞ্জে বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।

রোববার (৬ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার নেমকন ডিজাইন লিমিটেড কারখানার শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন। পরে তাঁরা নগরের চাষাঢ়ায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়ের সামনে অবস্থান নেন।কারাখানা সূত্র জানায়, সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার নেমকন ডিজাইন লিমিটেড পোশাক কারখানায় ১ হাজার ৭০০ শ্রমিক কাজ করেন। সকালে তাঁরা তিন মাসের বকেয়া বেতন ও ছাঁটাই বন্ধের দাবিতে এবং শ্রমিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাঁরা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়ের সামনে যান। শ্রমিকদের অভিযোগ, প্রতিষ্ঠানটিতে তাঁদের তিন মাসের বেতন বকেয়া আছে। মালিকপক্ষ কথায় কথায় ছাঁটাই ও সন্ত্রাসীদের দিয়ে তাঁদের নির্যাতন করে। অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ, ছাঁটাই বন্ধ ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তাঁরা।

আদমজী শিল্প পুলিশ-৪ পরিদর্শক (গোয়েন্দা) সেলিম বাদশা দেশ বর্তমানকে বলেন, কারখানাটিতে গত আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া আছে। কিছু শ্রমিক আগে থেকে চলে গেছেন। তাঁদের কারও কারও তিন মাসের বেতন বকেয়া আছে। মালিকপক্ষ আগামী ১৫ অক্টোবর আগস্ট মাসের এবং ৩০ অক্টোবর সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ করতে রাজি হয়েছে। কিন্তু শ্রমিকেরা তা মানেননি। আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *