নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় সোমবার বিকেলে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবকদল।
রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা সোহেল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মুড়াপাড়া বাজার, মঠেরঘাট ও উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।
বিক্ষোভকারীরা মঠেরঘাট এলাকায় আয়োজিত এক সভায় বলেন, উপজেলার সর্বত্রই মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য শিথিল হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গ্রামে গ্রামে প্রতিবাদ সভা করে আসছে।
মাদক দমনে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছেন দিপু ভুঁইয়া। তারই অংশ হিসেবে রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় মাদক নির্মূলে কাজ করছে উপজেলা স্বেচ্ছাসেবকদল। ইদানিং দড়িকান্দি এলাকায় একটি গ্রুপ সন্ত্রাসী, চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টি করছে। ওই গ্রুপটি মাদক বিক্রির সাথেও জড়িত রয়েছে। অবিলম্বে সন্ত্রাসী-চাঁদাবাজি বন্ধ করা না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে প্রতিহত করা হবে।
রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদল নেতা একে বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবকদল নেতা এনামুল হক, মুড়াপাড়া সরকারি বিশ^বিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক আব্দু, মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছসেবকদল নেতা আবু তালেব, মোহাম্মদ আলী, নুরুল ইসলাম, শাকিল খান, জাহাঙ্গীর, রোমান, ফাহিম, সোহাগ, মাসুদ, সেলিম, সাব্বির, ইউনুস প্রমুখ। বিক্ষোভ মিছিলে ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।