শুক্র. নভে ১৫, ২০২৪

সাবেক ডিবি প্রধান হারুনকে আসামি করে সিদ্ধিরগঞ্জে মামলা

২০২৩ সালে শাহীন আল মামুন (৪০) নামের এক ব্যক্তিকে অপহরণ করে ২ কোটি টাকা মুক্তিপণ দাবির অপরাধে আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে একটি মামলা দায়ের হয়েছে। এই মামলায় আরও ৫-৭ জনকে অজ্ঞাত রাখা হয়েছে।

ভুক্তভোগী শাহীন আল মামুন নারায়ণগঞ্জ কোর্টে আবেদন করলে ২৮ সেপ্টেম্বর মামলাটি রুজু হয়েছেন বলে ঢাকা টাইমসক নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

মামলার বাদী সিদ্ধিরগঞ্জের ৪ নং ওয়ার্ডস্থ ওয়াপদা কলোনী এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।

মামলার এজাহারের অন্য আসামিরা হলেন, সাবেক যুগ্ম কমিশনার ও সাবেক ডিবির সেকেন্ড ইন কমান্ড সঞ্জিত কুমার রায়, সিলেট জেলার আজিজুল রহমানের ছেলে জাকারিয়া ইফতেখার শামীম (৪৫), ঢাকা জেলাস্থ কোতয়ালী থানার আব্দুর রহমানের ছেলে কে এম রুবেল (৪৫), ঢাকাস্থ দক্ষিণ কেরানীগঞ্জের নূর হোসেনের ছেলে মোহাম্মদ মালেক (৪২), সিদ্ধিরগঞ্জের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো: মহসীন ভুঁইয়া (৫৩), নোয়াখালী জেলার মৃত ফিরোজ আহাম্মেদের ছেলে বোরহান উদ্দিন আহাম্মেদ মিঠু (৫৫)।

ওসি আল মামুন জানিয়েছেন, মামলাটি কোর্ট থেকে আদেশ এসেছে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *