শুক্র. নভে ১৫, ২০২৪

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

নারায়ণগঞ্জে নিন্ম মানের মালামাল সরবরাহ, কর্মকর্তা ও কর্মচারীদের গ্রাহকদের নিকট হয়ারানি বন্ধ ও চাকরি নিয়মিত করার দাবীতে মানববন্ধন ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসক মাহমুদুল হকের কাছে প্রদান করেন তারা।

এসময় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণকে হয়রানি করার প্রতিবাদ জানা তারা। এছাড়াও গ্রাহক প্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দ্বৈত নীতি পরিহার করে BREB-PBS একীভূতিকরণসহ অভিন্ন চাকরি বিধিব প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত চাকরিজীবীদের চাকুরী নিয়মিত করার দাবি জানা তারা।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *