নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি নেতা আতাউর রহমান যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ২ টার দিকে তাকে হাবিব পুর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
জানা যায়, এসময় টাকাগুলো বৈধ দাবি করার পর সেগুলো তার স্ত্রীর কাছে দিয়ে দেয়া হয়।
সে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় চাঁদাবাজি, জমি দখল, বিভিন্ন ফ্যাক্টরির জুট ব্যবসা নিয়ন্ত্রণ ও সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর নিয়ন্ত্রণে থাকা মোগরাপাড়া চৌরাস্তা পরিবহনের চাঁদাবাজি এখন তার নিয়ন্ত্রণে নেয়ার অভিযোগ উঠেছে। তাছাড়া বিচার সালিসের নামে তার নেতৃত্বে বাবুল, রাকিব, নিজামুদ্দিনের একটি সিন্ডিকেট লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।