শনি. সেপ্টে ২১, ২০২৪

বন্যার্তদের পুনর্বাসন ফান্ডে শিক্ষকদের ১ দিনের বেতন প্রদানের আহবান জেলা বেফাকের

স্টাফ রিপোর্টার: বন্যার্তদের পুনর্বাসন ফান্ডে নারায়ণগঞ্জের সকল কওমী মাদ্রাসার শিক্ষক, স্টাফ, ইমাম ও মুয়াজ্জিনদেরকে ১ দিনের বেতন প্রদানের আহবান জানিয়েছেন বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির। আমলাপাড়া মাদ্রাসায় বেফাকুল মাদারিসীল আরাবিয়া বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় নারায়ণগঞ্জ জেলা বেফাকের নেতৃবৃন্দ ও সিনিয়র উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। মাওলানা আব্দুল কাদির বলেন, ভারতের ছেড়ে দেওয়া পানিতে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় বন্যায় লক্ষ লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিপূর্বে উলামায়ে কেরাম সহ সর্বস্তরের মানুষ তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে। অনেক মাদ্রাসা মসজিদ সহ অনেক বাড়ি ঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পুনর্বাসনে অন্তর্বর্তীকালীন সরকারসহ দেশের সবাইকে এগিয়ে আসা দরকার। তিনি নারায়ণগঞ্জের সকল আলেম ও ইমাম-মুয়াজ্জিনদের এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *