টাইমস নারায়ণগঞ্জ : জননেতা নুরুল ইসলাম সরদারের নেতৃত্বে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়নগঞ্জ জেলার চারারগোপ ফল আড়ৎদার ব্যাবসায়ী মালিক সমিতির সৌজন্যে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন, নারায়নগঞ্জ জেলার চারারগোপ ফল আড়ৎদার ব্যাবসায়ী মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম সরদার।
এ সময় বক্তরা বলেন, ছাত্র-জনতার তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদী হাসিনা সরকার এ দেশ থেকে বিদায় হয়েছে। এ দেশের সাধারন মানুষ থেকে শুরু করে সারা দেশের সাধারন ব্যবসয়ীরা বিগত ১৫ বছর ধরে আওয়মী শাষক চক্র দেশকে কুক্ষিগত করে হাজার হাজার কোটি টাকা বিদেশে বিদেশে করেছে। শুধু তাই নয় সারা দেশে মাদক, সন্ত্রাস ও চাঁদা বাজদের অভ্যায় আরন্য হিসেবে দেশেকে গড়ে তুলেছিলেন। আজ তারা দেশকে শুণ্য করে পালিয়ে গেছে।
তারা আরও বলেন, আমাদের এই সোনার বাংলায় আর কখনো মাদক ব্যাবসায়ীদের, আর চাঁদবাজদের আমাদের জীবনের শেষ বিন্দু গিয়ে হলোও আমরা এর প্রতিরোধ করবো। আমরা চাই আমাদের নারায়ণগঞ্জ হবে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি জেলা।
মানববন্ধনে এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলার চারারগোপ ফল আড়ৎদার ব্যাবসায়ী মালিক সমিতির, প্রধান উপদেষ্ঠা হাজী রফিক, উপদেষ্টা দুলাল সরকার, সিনিয়র সহ-সভাপতি হান্নান আলী,সহ-সভাপতি আক্তার হোসেন (খোকন), আনিসুল হক, তোফাজ্জল হোসেন, সাধারন সম্পাদক মো: ফারুক সরকার, যুগ্ন সাধারন সম্পাদক মো: দেলোয়ার হোসেন, মো: টুটুল, সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন প্রধান, দপ্তর সম্পাদক রুহুল আমিন, প্রচার সম্পাদক মো: আশরাফ সহ প্রমূখ।