শনি. সেপ্টে ২১, ২০২৪

হাজিগঞ্জ খেয়াঘাট থেকে রাইফেলস ক্লাবের লুন্ঠিত অস্ত্র উদ্ধার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের লুন্ঠিত চারটি অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ আগষ্ট) রাত সাড়ে নয়টার দিকে সদর থানা এলাকার হাজিগঞ্জ খেয়াঘাট সংলগ্ন গণশৌচাগারের সামনে পরিত্যক্ত অবস্থায় দুটি বস্তা দেখতে পায় স্থানীয় লোকজন।

পরে তারা বস্তার ভিতরে তিনটি বক্সের মধ্যে এ আগ্নেয়াস্ত্রগুলো দেখতে পেয়ে র‌্যাব কে জানায়। খবর পেয়ে র‌্যাব-১১ এর একটি টিম গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে নিয়ে যায়।

এদিকে অস্ত্র উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের কর্মকর্তা ইমরুল কায়েস। পরে তিনি শনাক্ত করেন এ অস্ত্রগুলো নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের অস্ত্র।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুষ্কৃতিকারীরা রাইফেল ক্লাব থেকে এই অস্ত্র লুট করেছিল। উদ্ধার হওয়া এ আগ্নেয়াস্ত্রগুলো রাইফেল ক্লাবের অস্ত্র।

কিন্ত উদ্ধারকৃত অস্ত্রগুলোর বিষয়ে সময় র‌্যাব-১১ এর এএসপি শাহাবুদ্দিন আহমেদ তাৎক্ষনিক কিছু বলেননি। তবে তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র এখনো যাদের কাছে আছে তারা যেন দ্রুত প্রশাসনের কাছে জমা দেয়।

প্রয়োজনে তাদের নাম ঠিকানা গোপন রাখা হবে। কারণ এই ধরনের আগ্নেয়াস্ত্র কোন অপরাধীদের কাছে গেলে তারা এর অপব্যবহার করবে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *