শনি. সেপ্টে ২১, ২০২৪

তৃতীয় শীতলক্ষ্যা সেতু এলাকায় লুটের সময় ধরা ৭ জনের কারাদণ্ড

নারায়ণণগঞ্জের বন্দর উপজেলার তৃতীয় শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজা এলাকায় লুট করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা সাতজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৯ আগস্ট) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিন মিয়া তাদেরকে এই কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বন্দর উপজেলার রূপালী এলাকার সাহেব আলীর ছেলে মজিবর (৪২), মৃত ওয়ালী মিয়ার ছেলে মো. কবির (৬৫), সালেহনগর এলাকার সৈয়দ সামসুদ্দিনের ছেলে মাসুদ (৩৫), মো. বাছেদ মিয়ার ছেলে মো.মিন্টু (৩৭), আক্তার হায়দারের ছেলে মো. সুমন (৪০), নারায়ণ দত্তের ছেলে সুমন (৪৫) ও নবীগঞ্জ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. রুবেল (৩০)।

এর আগে বিকেলে মাইক্রোবাসযোগে জনসাধারণের জিনিসপত্র লুট করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করে এবং মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। পরে সেনাবাহিনীর কাছে তাদেরকে সোপর্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া বলেন, লুট করার সময় আটক সাতজনের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *