নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়, ইউনিয়ন আ. লীগের কার্যালয় ও দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।
এছাড়া নারায়ণগঞ্জে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতেও হামলা ও ভাঙচুর চালিয়েছে আন্দোলনকারী। এ সময় তার বাড়িতে সাতটি মোটরসাইকেলে আগুন ও দুটি হ্যামার গাড়ি ভাঙচুর করা হয়েছে।
এদিকে, সোমবার (৫ আগস্ট) বিকেলে শহরের আল্লামা ইকবাল রোড এলাকায় আজমেরী ওসমানের দেওয়ান মঞ্জিলে হামলা চালানো হয়। আজমেরী ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে।
একই সময় শহরের বঙ্গবন্ধু সড়কের কালিরবাজার এলাকায় নাসিম ওসমানের মালিকানাধীন চার তলা ভবনে ভাড়া দেয়া হোয়াইট হাউজ রেস্টুরেন্টে হামলা চালানো হয়েছে। এক পর্যায়ে ওই ভবনে আগুন দেয়ার ঘটনা ঘটে।
এদিকে, বিকেল চার ২ নং রেল গেইট এলাকায় জেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করা হয়। একই সঙ্গে আলী আহাম্মদ চুনকা নগর সিটি পাঠাগার ভাঙচুর করা হয়। এদিকে গলাচিপা এলাকায় অবস্থিত চাষাঢ়া ইউনিয়ন আওয়ামী লীগ অফিস,পাইকপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ অফিস, স্থানীয় কাউন্সিলর আব্দুল করীম বাবু’র কার্যালয়, নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের বাড়ি ভাঙচুর করা হয়।