নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার হাজী আব্দুল জব্বার গ্যাস কন্টাকদারের বাড়ীর বাসিন্দা মারিয়াম মুসকান(১৩) নামের এক মাদ্রাসার (নূরে মদিনা মাদ্রাসা) ৫ম শ্রেনীর ছাত্রী গত বৃহস্পতিবার (০১/০৮/২০২৪ইং) সন্ধ্যা ৭টায় হারানোর গেছে। দোকানে যাওযার কথা বলে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। তার পিতার নাম: বাদল হোসেন জনি। মাতা: আয়শা আক্তার। তার পরনে ছিলো গোলাপি রঙের ছাপা বোরখা। গায়ের তার রং উজ্জ্বল শ্যামলা। উচ্চতা ৫ ফিট ১ ইঞ্চি। সিদ্ধিরগঞ্জ থানায় মারিয়াম মুসকান(১৩) হারানোর বিষয়ে একটি সাধারন ডায়রি করা হয়। যান নম্বর ৮৫।কোন স্বহৃদয়বান ব্যক্তি তাকে খুজে পেলে তাহলে নিম্ম ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
মৌচাক বছির উদ্দিন মার্কেট
মোবাইল:০১৯৫৫২২০৯১৫
০১৮১২২৪৫৩২১
০১৯৭৫৬৫২৯৩৭