শনি. সেপ্টে ২১, ২০২৪

ঢাকা নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ শিক্ষার্থীদের

কোটা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও ৬ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) সকাল ১১ টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি করইতলা এলাকায় এ অবরোধ করা হয়।
আন্দোলনকারীরা সবাই শিক্ষার্থী বলে দাবি করে সরকারি হরগঙ্গা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সজীব হাসান বলেন, আমরা সবাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। আমরা মুক্তিযুদ্ধকে সমর্থন করি এবং মুক্তিযোদ্ধাদেরও সমর্থন করি। তবে এই কোটার বিপক্ষে আমাদের অবস্থান। এই দাবিতে আন্দোলন করতে গিয়ে গতকাল সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা প্রতিবাদে আমরা সারাদেশে আন্দোলন করছি। এর অংশ হিসেবে আজ এখানে আমাদের অবস্থান। এখানে সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলন করছে বহিরাগতদের আন্দোলনে শরিক হওয়ার কোন সুযোগ নেই।
সিদ্ধিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, এই ঘটনার তথ্য পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *