বিএনপি চেয়ারপার্সন সাবেক বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির সমাবেশে বিশাল মিছিল নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের যোগদান
সোমবার (১ জুলাই) বিকেল তিনটায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালুর নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহবায়ক নাজমুল হাসান বাবু, মোহাম্মদ ইলিয়াস, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাফিজুর, তারাবো পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান, থানার যুগ্ম আহবায়ক মোমেন, যুগ্ম আহবায়ক লিটন, সোনারগাঁও থানার যুগ্ম আহবায়ক মোঃ নাসির, সিনিয়র যুগ্ম আহবায়ক নয়ন, ১নং সদস্য এজাজ, ফতুল্লা থানার সানাল, রাজু, আপেল, মামুন সহ অসংখ্য নেতৃবৃন্দ।