মিরকাদিমে কামরুজ্জামান রতনের পক্ষ থেকে কম্বল বিতরণ

রু‌বেল মাদবর,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মিরকাদিমে বাংলাদেশ কেন্দ্রিয় বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ  জেলা বিএনপির সদস্য সচিব মো: কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।   মিরকাদিমের রিকাবী বাজার নুরপুর স্কুল প্রাঙ্গণে সোমবার সকাল ১০ টায় এ কম্বল বিতরণ করা হয়।

এতে মিরকাদিম পৌর ছাত্রদ‌লের সা‌বেক সভাপ‌তি  ‌বিপ্লব মাহামুদের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন  মিরকাদিম পৌর স্বেচ্ছাসেবক দলের সা‌বেক সভাপ‌তি ও সা‌বেক কাউন্সিলর মো:  গিয়াসউদ্দিন আহমেদ,পৌর বিএনপির  সা‌বেক দপ্তর সম্পাদক মো: শিপন জ‌মিদার, পৌর যুবদলের  যুগ্ম আহবায়ক  আনোয়ার হো‌সেন আনু, পৌর মৎসজীবী দলের সাংগঠ‌নিক সম্পাদক ন‌াছির ভান্ডারী, মো: না‌সির, মোক‌লেছ, মোঃ শ‌ফি, মো: সো‌হেল, হা‌বিব,শিপন, এমরান ও ইমরান কাজী সহ অন্যরা। এসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

ট্যাগ:
জনপ্রিয় পোস্ট

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

মিরকাদিমে কামরুজ্জামান রতনের পক্ষ থেকে কম্বল বিতরণ

প্রকাশঃ 12:26:28 pm, Monday, 30 December 2024

রু‌বেল মাদবর,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মিরকাদিমে বাংলাদেশ কেন্দ্রিয় বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ  জেলা বিএনপির সদস্য সচিব মো: কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।   মিরকাদিমের রিকাবী বাজার নুরপুর স্কুল প্রাঙ্গণে সোমবার সকাল ১০ টায় এ কম্বল বিতরণ করা হয়।

এতে মিরকাদিম পৌর ছাত্রদ‌লের সা‌বেক সভাপ‌তি  ‌বিপ্লব মাহামুদের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন  মিরকাদিম পৌর স্বেচ্ছাসেবক দলের সা‌বেক সভাপ‌তি ও সা‌বেক কাউন্সিলর মো:  গিয়াসউদ্দিন আহমেদ,পৌর বিএনপির  সা‌বেক দপ্তর সম্পাদক মো: শিপন জ‌মিদার, পৌর যুবদলের  যুগ্ম আহবায়ক  আনোয়ার হো‌সেন আনু, পৌর মৎসজীবী দলের সাংগঠ‌নিক সম্পাদক ন‌াছির ভান্ডারী, মো: না‌সির, মোক‌লেছ, মোঃ শ‌ফি, মো: সো‌হেল, হা‌বিব,শিপন, এমরান ও ইমরান কাজী সহ অন্যরা। এসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।