বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দরে হত্যা মামলার আসামী নিয়াজ আহমেদ’র সহযোগী আওয়ামী দোসর পাসপোর্ট বাবু’কে গণধোলাই দিয়েছে বিএনপি পন্থী নেতারা।
গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে নবীগঞ্জ অটো-সিএনজি স্ট্যান্ডে নাসিক ২৪ নং ওয়ার্ড আয়োজিত বিএনপির ৩১ দফা দাবি’র অনুষ্ঠানে কামাল উদ্দিন মোড় সংলগ্ন আওয়ামী দোসর নিয়াজ আহমেদ গেলে তাকে সাবেক মহানগর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন খাঁন অনুষ্ঠান থেকে চলে যেতে বলেন।ঐ সময় নিয়াজ আহমেদ অনুষ্ঠান থেকে চলে গেলে তারই সহযোগী আওয়ামী দোসর মামলার আসামী পাসপোর্ট বাবুকে বিএনপির নেতাকর্মীরা পেয়ে গণধোলাই দেয় এবং অন্যত্র চলে যায়।
উল্লেখ্য গত আওয়ামী লীগ আমলে নিয়াজ আহমেদ’র সহযোগী পাসপোর্ট বাবু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগত সরকারের গুনকির্তন করে অবৈধ রমরমা পাসপোর্ট ব্যাবসা চালিয়ে যায়।ঐ সময়ে রহিঙ্গাদের বাংগালী দেখিয়ে বাবু বাংলাদেশী পাসপোর্ট করে মোটা অংকের টাকা কামিয়েছেন।