নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের ১ নং ওয়ার্ড নূর মসজিদ এলাকা দীর্ঘদিন ময়লা পানিতে তলিয়ে থাকার ফলে সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। পানিতে তলিয়ে থাকায় সড়কটিতে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কে জমে থাকা পঁচা পানি মাড়িয়ে চলার করাণে ওই এলাকার লোকজন ঘা পাচড়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে। সেই সাথে ড্রেন ভাঙ্গা ও মাটিতে ভরাট হওয়ায় পানি চলাচল না হতে পারায় দূর্ভোগ সৃষ্টি হয়। আর পঁচা পানির কারণে রোগ বালাই নিত্য সঙ্গি হয়ে পড়েছে।
এদিকে এ সংবাদে সোমবার (২৪জুন) বিকালে স্থানীয় মেম্বার হাসমত ও আঁখিকে সাথে নিয়ে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম সরেজমিনে বেহাল দশায় পরিণত সড়ক ও ড্রেনের বেহাল দশা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম সড়ক ও ড্রেনের এমন বেহাল দশায় দু:খ প্রকাশ করে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার হাশমত ও ১,২ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার আঁখিকে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন।