মঙ্গল. সেপ্টে ২৪, ২০২৪

জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ছে হজ ফ্লাইট

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাচ্ছে হজ ফ্লাইট। আজ শুক্রবার (১০ মে) বিমান বাংলাদেশের প্রথম দুই ফ্লাইটে দেশ ছেড়েছেন ৮৩২ জন হাজি। এছাড়া, অপেক্ষমান রয়েছেন ৪১৮ জন।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আজ রয়েছে চারটি ফ্লাইট– রাত তিনটা পাঁচের ফ্লাইট ছেড়ে গেছে। এরপর রয়েছে দুপুর একটা বিশের ফ্লাইট। তৃতীয় ফ্লাইট ছাড়বে বিকেল পাঁচটায়। শেষ ফ্লাইট রাত দশটা বিশে। ঢাকা থেকে এয়ারলাইন্সটির সর্বশেষ হজ ফ্লাইট ১০ জুন, রাত আটটা চল্লিশে।

এদিকে, সৌদি আরবের অন্যতম উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাসের হজ ফ্লাইট রয়েছে মোট ৪৩টি। আজ চারটি ফ্লাইট– রাত বারোটা পঁচিশের ফ্লাইট ছেড়ে গেছে। এরপর দুপুর দুইটা পঁচিশের ফ্লাইট। বিকেল ছয়টা পঁচিশেও থাকছে একটি ফ্লাইট। ঢাকা থেকে ফ্লাইনাসের সর্বশেষ হজ ফ্লাইট ১২ জুন, রাত নয়টা পঁচিশে। অন্যদিকে, সৌদিয়া এয়ারলাইন্সের মোট হজ ফ্লাইট ৩৯টি। সর্বশেষ ফ্লাইট ১২ জুন, দুপুর তিনটা পনেরোতে।

উল্লেখ্য, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে এবার ৮৫ হাজারের বেশি হজযাত্রী হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন। আগামী শনিবার (১১ মে) আবেদনের সময়সীমা শেষ হতে চললেও এখন পর্যন্ত ভিসা পাননি ৩৮ হাজার হজযাত্রী।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *