মুন্সীগঞ্জ প্রতিনিধি:
শিশু-কিশোরদের লেখাপড়ায় মনোযোগী করে গড়ে তুলতে মুন্সিগঞ্জের লৌহজংয়ে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে-নবীন বরণ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল দুপুর ২ টা পর্যন্ত উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুর বাড়ি এলাকায়,ইউনুস খাঁন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে শিশু কিশোরদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা স্বরক তুলে দিয়ে মেধা অন্বেষণ প্রতিযোগিদের হাতে পুরুস্কার তুলে দেন, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
এরআগে,দেশাত্মবোধক বিভিন্ন নাচে, গানে ও গুণী লেখক ও কবিদের লেখা কবিতা আবৃত্তি করে অতিথিদের মুগ্ধ করেন শিক্ষার্থীরা।
ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ ফরিদুর রহমান খানের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন,৷ রফিউদ্দিন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা মোঃ আবুল কালাম আজাদ,কলেজটির ম্যানেজিং কমিটির সভাপতি ফাহাদ খান সহ আরো অনেকে।