সিদ্ধিরগঞ্জে শাহীন আলম নামের এক সেনাসদস্য হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার আলী হোসেনের ছেলে জীবন (২৫), সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার শওকত আলীর ছেলে সুমন মিয়া (২৭) এবং একই এলাকার আসলাম মিয়ার ছেলে জুম্মন মিয়া (২৪)। তাদের মধ্যে সুমন মিয়া পলাতক। বাকিরা রায় ঘোষণার সময়ে আদালতে উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
বাদীপক্ষের আইনজীবী সালাহ উদ্দিন ভূইয়া সবুজ জানান, ২০২২ সালের ১৫ জানুয়ারি রাতে পটুয়াখালীতে কর্মরত সেনাবাহিনীর সদস্য শাহীন আলম (২২) সাত দিনের ছুটি কাটাতে নিজ বাড়ি চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে তার বন্ধু ফারহান হাবিরের বাসায় (সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকা) রাত্রিযাপন করতে যাচ্ছিলেন। মৌচাক বেঙ্গল প্যাসিফিক প্রাইভেট লিমিটেড কারখানার পাশে ১০ তলার মোড়ের সামনে পৌঁছালে পেছন থেকে পেশাদার ছিনতাইকারী জীবন, সুমন ওরফে বিয়ার সুমন ও জুম্মন অটোরিকশাযোগে এসে গতিরোধ করেন।