শুক্র. নভে ১৫, ২০২৪

সিদ্ধিরগঞ্জে সাবেক কৃষক দলের ৪ নেতাকর্মী ছিনতাই মামলায় গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কৃষক দলের সাবেক চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। ছিনতাই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

এর আগে সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নাসিক ৫নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সিদ্ধিরগঞ্জের বাজার এলাকার মো. রুবেল (৩৪) (বাবার নাম জানা যায়নি) , মৃত নূর উদ্দিনের ছেলে জুয়েল রানা (২২), তাজুল ইসলামের ছেলে সাদিকুল ইসলাম সুজন, মৃত নূর উদ্দিনের ছেলে মো. সোহেল রানা (৪১)। এদের মধ্যে মো. রুবেল ৫নং ওয়ার্ড কৃষক দল কর্মী, জুয়েল রানা ৫নং ওয়ার্ড কৃষক দলের কোষাধ্যক্ষ, সাদিকুল ইসলাম সুজন ৫নং ওয়ার্ড কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি এবং মো. সোহেল রানা ৫নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, র‍্যাব আজ সকালে আসামিদের আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে থানায় ছিনতাই মামলা দায়ের হয়েছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

তারা কৃষক দলের নেতাকর্মী কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তা আমি নিশ্চিত এই মুহূর্তে বলতে পারছি না।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক তৈয়ম হোসেন বলেন, তাদের (আসামিরা) কমিটি আমরাই দিয়েছিলাম। কিন্তু পরে তাদের বিরুদ্ধে মারামারিসহ অনেক অভিযোগ পাওয়ার পর তখন আমরা এই কমিটি বিলুপ্ত করে দেই। বর্তমানে তারা আমাদের কৃষক দলের কেউ নন।

সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব এসএইচ মুন্না বলেন, বর্তমানে তারা আমাদের দলের কেউ নন। তাই তাদের কর্মকাণ্ডের দায়ভার কৃষক দলের নয়।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *