শুক্র. নভে ১৫, ২০২৪

নারায়ণগঞ্জে এইচএসসিতে পাশের হার ৭৬ দশমিক ৯৪ শতাংশ

নারায়ণগঞ্জে ২০২৪ সালে এইচএসসিতে পাশের হার ৭৬ দশমিক ৯৪ শতাংশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শিক্ষা অফিসার মোঃ ইউনুফ ফারুকী।

ফলাফলে দেখা গেছে, নারায়ণগঞ্জে এইচএসসিতে পাশের হার ৭৬ দশমিক ৯৪ শতাংশ, আলিমে পাশের হার ৯৪ দশমিক ৪৯ শতাংশ ও এইচএসসিতে (ভোকেশনাল) ৮৫ দশমিক ৬৪ শতাংশ।

জেলা শিক্ষা অফিসার মোঃ ইউনুফ ফারুকী জানান, এবার এইচএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ২২ হাজার ৩৪১ জন যার মধ্যে ১৭ হাজার ১৯১ জন উত্তীর্ণ হয়েছেন এবং ৯৪৬ জন জিপিএ ৫ পেয়েছে। আলিমে মোট পরীক্ষার্থী ছিল ৮৯০ জন যার মধ্যে ৮৪১ জন উত্তীর্ণ হয়েছেন এবং ৯১ জন জিপিএ ৫ পেয়েছে। এইচএসসিতে (ভোকেশনাল) মোট পরীক্ষার্থী ছিল ৬২০ জন যার মধ্যে ৫৩১ জন উত্তীর্ণ হয়েছেন এবং ১৭ জন জিপিএ ৫ পেয়েছেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *